কুমার শানুর মেয়ের সঙ্গে জমাটি গান হিমেশ রেশমিয়ার, ভিডিও কাঁপাচ্ছে ইনস্টাগ্রাম
পশ্চিমবঙ্গ 24×7 ডিজিটাল ডেস্ক: রানু মণ্ডলের পর এ বার কুমার শানুর মেয়ের সঙ্গে জমাটি গানে মেতে উঠলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা অভিনেতা হিমেশ রেশমিয়া৷ সম্প্রতি কুমার শানুর মেয়ে শ্যাননকে নিয়ে টিক টক গানের মাধ্যমে ইনস্টাগ্রামে বিস্ফোরণ সরালেন হিমেশ রেশমিয়া, দর্শকদের অনুরোধে হ্যাপি হার্ডি অ্যান্ড হিল ছবির একটি গানের কিছু অংশ শেয়ার করেছেন, আর শেয়ার হওয়া মাত্রই রীতিমতো গানটি সাড়া ফেলে দিয়েছে৷ একই সঙ্গে হিমেশ রেশমিয়া সকল দর্শকদের তেরী মেরী তেরী মেরী গানটিকে সাফল্য করে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি আগামী দিনে তাঁদের সঙ্গে থাকার অনুরোধ করেছেন৷
হিমেশ রেশমিয়ার আশিক বানায়া আপনে আপ কা সুরুর ইত্যাদি সুপার দুবার হিট গান বলিউডের অন্যতম পছন্দের, ঠিক সেই তালিকায় স্থান পেল হ্যাপি হার্ডি অ্যান্ড ফের সিনেমার তেরী মেরী তেরী মেরী গানটি৷ উল্লেখ্য কয়েক মাস আগে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে ভবঘুরে রানু মণ্ডল কে বেছে নিয়েছিলেন হ্যাপি হার্ডি অ্যান্ড হির ছবির গান গাওয়ার জন্য৷ তাই তো হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে পা রেখেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন রানাঘাটের ভবঘুরে রানু মণ্ডল৷
এক প্যার কা নাগমা থেকে তেরি মেরি তেরি মেরি গানটি গেয়ে ফেলেছেন তিনি, শুধু হিমেশ রেশমিয়ার নন উদিত নারায়ণের সঙ্গেও ডুয়েট গেয়েছেন রানু৷ গানটি গেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তাই তো হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু মণ্ডলের গানটি কোটি কোটি ভিউয়ার্স সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছিল৷
অন্য দিকে শ্যানন সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, কুমার শানুর মেয়ে হিসেবে যতটা না খ্যাতি রয়েছে তার থেকে বেশি একজন সংগীতশিল্পী হিসেবে৷ কুমার শানু সম্পর্কিত কিছু বলার নেই কারণ বলিউড থেকে টলিউড একাধিপত্য বিস্তার করেছেন গানের মধ্য দিয়ে৷ তাই শ্যাননের গান শুনে মনে হচ্ছে, আবারও হয়তো কুমার শানুর মতোই এক সঙ্গীত শিল্পী বলিউড কাঁপাতে চলেছেন৷
You must log in to post a comment.