কেক কেটে লাড্ডু খাইয়ে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করা হল দু’বছরের জলহস্তীর, মুহুর্তের মধ্যে ভাইরাল
- 62Shares
সামাজিক মাধ্যমের দৌলতে প্রতিদিন আমরা কত কিছুর সঙ্গেই না সাক্ষী থাকছি আর সেভাবেই অনেক নতুন অনেক অজানা জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছি আমরা।নিত্যনতুন সেই পরিচিতির পরিসর আরো বিস্তৃত হচ্ছে।তাইতো যেগুলি আমাদের ভাবনার যেগুলি আমাদের আওতার বাইরে থাকার কথা এখন কিন্তু সেগুলি আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে এবং তার সহজ লভ্যতা আমরা প্রতিটি মুহূর্তের পর মুহূর্তে উপভোগ করতে পারছি।যার জন্য আমরা আরও যেন সেই সমস্ত জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
বর্তমানে কর্মব্যস্ততার যুগে যেহেতু আমাদের বেশিরভাগ সময় কাজের মধ্যেই কাটাতে হয় তাই কাজের বাইরেও বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং বা ফটো আদান-প্রদানে এই সবের মধ্যে একটা বিরক্ত প্রকাশ চলে আসে তবে এখন কিন্তু আর তার মধ্যে কোনো বিরক্তির ভাব নেই কারণ ইন্টারনেটের দুনিয়ায় আমরা এখন ভাইরাল জিনিস দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে তাই কোন ভিডিও দেখে আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে আবার কোন ভিডিও আমাদের মন খারাপের অস্ত্র হয়ে উঠছে।
ঠিক সেভাবেই এবার আরো একটি জন্মদিনের ভিডিও ভাইরাল হলো যাকে ঘিরে রীতিমতো হইহুল্লোর শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।এখন প্রশ্ন উঠতেই পারে জন্মদিন নিয়ে হই-হুল্লোড়ের কারণ কি তবে এই জন্মদিন আর পাঁচটা জন্মদিনের থেকে সম্পূর্ণ আলাদা।আসলে গুজরাতের ভদোদরায় সায়াজি বাঘ চিড়িয়াখানায় ছোট্ট জলহস্তী মঙ্গল দুই বছরে পা দিল তাই তার জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট করলো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।মানুষের যেমন জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট করা হয় ঠিক তেমনি ছোট্ট জলহস্তীর জন্মদিনে পালন করা হলেও আর তাই তো রীতিমত কেককেটে লাড্ডু খায় মুনের বার্থডে পার্টি অনুষ্ঠিত হয়েছে।
Gujarat: The second birthday of a hippopotamus, Mangal, was celebrated at Sayaji Baug Zoo in Vadodara today. Mangal and its mother Dimpy were given special ‘laddus’ and a cake was also cut on the occasion. pic.twitter.com/Mg9T8Y8zsM
— ANI (@ANI) January 9, 2021
বিষয়টিকে ঘিরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতিটি সদস্যদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে আর এ প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গল আর তারা মায়ের দেখভাল করা মতিভাই রভল জানিয়েছেন,যেন মনে হচ্ছে নিজের সন্তানের জন্মদিনের আয়োজন করছি। মঙ্গল এবং তার মা ডিম্পির জন্য বিশেষ লাড্ডুর ব্যবস্থা করা হয়েছিল আরে দিন পুরো অনুষ্ঠানে হাজির থেকেছেন ভদ্র ধরার মিউনিসিপাল কমিশনার পি স্বরূপ।
Pingback: কেক কেটে লাড্ডু খাইয়ে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করা হল দু’বছরের জলহস্তীর, মুহুর্তের মধ্যে