“ক্যাশ চাই আমার ক্যাশ চাই” ভাইরাল হল রিয়া চক্রবর্তীর পুরানো ভিডিও
- 3.5KShares
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তী সব খবরের শিরোনামে আছেন। সুশান্ত মামলায় তাকেই প্রথম থেকে সন্দেহ করা হচ্ছিলো।সুশান্তের পরিবার ও রিয়ার নামে আর্থিক তছরুপের অভিযোগ আনে। এরপর রিয়া মাদক চক্রের সঙ্গে জড়িত এটা জানা যায়। পরে রিয়ার ভাই শৌভিক স্বীকার করে যে সুশান্তকে ড্রাগ রিয়াই দিতো,রিয়ার কথাতেই শৌভিক ড্রাগ নিয়ে আসতো। এরপর জেরায় রিয়া ও সেই কথা স্বীকার করে আর টানা তিনদিন জেরার পর মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তার করা হয়। রিয়া এখন বাইকুল্লা জেলে আছেন।
২৮ বছরের রিয়াই এখন খবরের কাগজের শিরোনাম।
সুশান্তের মৃত্যুর মামলায় তার নাম জড়ানোর পর থেকে নেটিজেনদের মধ্যে রিয়ার প্রতি একটা বিদ্বেষ লক্ষ্য করা গেছে। সম্প্রতি রিয়ার একটি পুরনো অডিশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি ২০১৩ সালের ভিডিও।
প্রিয়াঙ্কা চোপড়ার “জনজির” মুভি”পিংকি হ্যায় পয়সে ওয়ালা কি” গানে রিয়া কে নাচতে দেখা যায়।ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রিপড জিনস, মিকি মাউস প্রিন্টেড টি-শার্ট পরে রিয়া নাচছেন’ক্যাশ চাহিয়ে মুঝে ক্যাশ চাহিয়ে’ গানে। এই গানের শেষে রিয়া ভাঙ্গরা নাচতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল ভিডিও টি।
মাদক কাণ্ডের জন্য রিয়া চক্রবর্তী কে ১৪ দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালত। বৃহস্পতিবার যদিও রিয়া চক্রবর্তী জামিনের জন্য আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়-“রিয়া নিরাপরাধ।তার থেকে জোর করে বয়ান নেওয়া হয়েছে। তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে।”রিয়ার পাশাপাশি রিয়ার ভাই শৌভিক সহ মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া আরো পাঁচজনের জন্য জামিনের আবেদন করা হয়েছিল। সেই দিন এই জামিনের রায়দান স্থগিত থাকলেও তারপরের দিনই আবেদন খারিজ করে দেয় আদালত। নিয়ম মোতাবেক এখন 22 সেপ্টেম্বর অবধি জেলেই রাত কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালে “মেরে ড্যাড কি মারুতি” সিনেমার মধ্য দিয়ে বলিউডে আসেন রিয়া চক্রবর্তী। যদিও সিনেমাটি সেরকম সাফল্যের মুখ দেখেনি।
Pingback: “ক্যাশ চাই আমার ক্যাশ চাই” ভাইরাল হল রিয়া চক্রবর্তীর পুরানো ভিডিও – 99site