মাত্র ৫০০ টাকা করে জমিয়ে সরকারি এই প্রকল্প থেকে পান লক্ষ লক্ষ টাকা
- 107Shares
টাকা বিনিয়োগ করতে চাইছেন তবে সঠিক প্রকল্পের সন্ধান পাচ্ছেন না। তাই তো ? আপনার যদি টাকা বিনিয়োগের ইচ্ছে থেকে থাকে তাহলে এই মুহুর্তে আপনার কাছে একটি বড়ো সুযোগ রয়েছে। আপনি টাকা জমাতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। এতে বছরে স্বল্প মূল্যের কিস্তি দিতে হবে। পাবলিক প্রভিডেন্ড ফান্ডে সুদের পরিমানও অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি।

জেনে নিন এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে…
১) এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রতিবন্ধী যেকারোর নামে খোলা যায়। তবে ওই একজন ব্যাক্তির নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
২) এই পিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কেই খোলা যায়। খোলার সময় অন্তত ৫০০ টাকা জমা দিতে হয়।
৩) এক বছরে সর্বনিম্ন ৫০০ টাকা জমানো বাধ্যতামূলক। এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা জমা দেওয়া যায়।
৪) এই পিএফ ফান্ডের মেয়াদ হয় ১৫ বছর। তবে কেও চাইলে পাঁচ বছর পাঁচ বছর করে ২৫ বছর পর্যন্ত সেই মেয়াদ বাড়াতে পারে। এর জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যাঙ্ক কতৃপক্ষের সাথে কথা বলতে হবে।
৫) কেও যদি ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলতে চান তাহলে পিএফে যেই অর্থ আছে তার ৫০% অর্থ তোলা যাবে।
বর্তমানে ব্যাঙ্কে এই পিএফ অ্যাকাউন্টের জন্য ৭.১ হারে সুদ দেওয়া হয়। কেও যদি মাসে ৫০০ টাকা করেও জমান তাহলে ১৫ বছরে লাখ খানেক টাকা জমবে।
Pingback: মাত্র ৫০০ টাকা করে জমিয়ে সরকারি এই প্রকল্প থেকে পান লক্ষ লক্ষ টাকা – 99site