দারুণ খবর! শুধুমাত্র সেটিংস বদল করেই জিও ইন্টারনেট স্পিড বাড়িয়ে দিন 3 গুণ
- 102Shares
পশ্চিমবঙ্গ 24×7 ডিজিটাল ডেস্ক: ভারতের টেলিকম দুনিয়ায় কার্যত জিও বিপ্লব শুরু হয়েছে গত তিন বছর থেকে৷ কখনো বর্ষা কখনও গিরীশ আবার কখনও দুর্গাপুজো কালীপুজো কিংবা সরস্বতী পুজো গ্রাহক টানতে একের পর এক দারুণ দারুণ অফার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা৷ প্রথমেই তো বিনামূল্যে ফোর জি সিম দিচ্ছিল জিও তবে এবার যেহেতু জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য মূল্য ধার্য করে দিয়েছে কিন্তু তাতেও জিও কদর কমেনি তবে কিছুদিন ধরেই জিও নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ জমা পড়েছে৷ তাই প্রতিযোগিতার বাজারে অন্যান্য মোবাইল সংস্থাগুলিকে পিছনে ফেলতে এ বার জিও আরও স্বল্পমূল্যে যেমন অফার চালু করেছে ঠিক তেমনই ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে৷ যার মাধ্যমে শুধুমাত্র সেটিংস চেঞ্জ করেই জিওর ইন্টারনেট স্পিড তিন গুণ বাড়ানো যাবে৷ ইতিমধ্যে অনেক গ্রাহক এই সুবিধা পেয়েছেন৷
ইন্টারনেট স্পিড বাড়াতে কী করতে হবে? জানা গিয়েছে গুগল প্লে স্টোর থেকেই ইন্টারনেট স্পিড দেখার জন্য প্রথমে স্পিড টেস্ট বাই ওকলা অ্যাপটি ডাউনলোড করতে হবে তার পর সেটিংস চেঞ্জ করে নিলেই জিও কানেকশনের যা স্পিড রয়েছে তা অনেকটাই বেড়ে যাবে৷

এর জন্য প্রথমেই মোবাইলের সেটিংস অপশনে গিয়ে সেখানেই নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশনে যেতে হবে৷ সেখানে গেলেই মোবাইল ডাটা ও রোমিং অপশন দেখা যাবে আর সেখানেই থাকবে এ পি এন, যেটি পরিবর্তন করেই দিলেই কেল্লা ফতে৷ মাথায় রাখতে হবে এ বিএনপি যেন অবশ্যই জিও নেট থাকেই৷ তবে এর পর নিচের সেটিংস গুলোর দিকে নজর দিতে হবে৷
Authentication type – PAP or CHAP
APN type – Default
APN protocol – IPv4/IPv6
APN Roming Protocol – IPv4/IPv6
Bearer – LTE
সব ঠিকঠাক থাকলে মোবাইলটি একবার সুইচ অফ করে তারপর অন করে নিন৷ দেখবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে ইন্টারনেটের গতি বেড়েছে তিন গুণ৷
You must log in to post a comment.